প্রকাশিত: Wed, Feb 15, 2023 3:59 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:37 PM

৫ দিনেও খোঁজ মেলেনি মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলীর

মাসুদ আলম : রাজধানীর মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির (২৮) নিখোঁজ হয়েছেন। গত রোববার বিকালে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। এ ঘটনায় তার মা সোমবার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জানা গেছে, শাহরিয়ার এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেন। লালবাগের আজিমপুর টাওয়ারে পরিবারের সঙ্গে থাকতেন। বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার এলাকায়। এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি অন্য নারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এতে তিনি কয়েক দিন ধরে হতাশ ছিলেন। তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, সিসিটিভিতে দেখা যায়, বোরবার বিকেলে  শাহরিয়ার কবির তার অফিস কক্ষ থেকে একা হেঁটে বের হন। অফিস কক্ষে তিনি তার নিজের মোবাইল ও ল্যাপটপটি রেখে যান। তিনি বুথ থেকে টাকাও তুলেছেন। সম্পাদনা : মাজহারুল ইসলাম